বিদ্যালয়টি একট প্রাচীন বিদ্যালয়। এটি মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার এনং ফতেপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গবিন্দপুর গ্রামে অবস্থিত। গ্রামবাসীর যৌথ উদ্যেগে ১.০০ একর ভূমির উপর বিদ্যালয়টি নির্মিত। বর্তমানে ছাত্র ছাত্রী ৫৬০ জন। শিক্ষক সংখ্যা ০৫ জন। ভবন ২টি। খেলার মাট ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বিদ্যালয়ে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রী সংখ্যাঃ
ক্রমিকনং | শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | প্রাক প্রাথমিক | ১৪ | ১৬ | ৩০ |
০২ | ১ম শ্রেনী | ৫৫ | ৪৭ | ১০২ |
০৩ | ২য় শ্রেনী | ৪২ | ৩৯ | ৮১ |
০৪ | ৩য় শ্রেনী | ৭৪ | ৬৫ | ১৩৯ |
০৫ | ৪র্থ শ্রেনী | ৭২ | ৭৫ | ১৪৭ |
০৬ | ৫ম শ্রেনী | ২৬ | ৩৩ | ৫৯ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
সদস্য সংখ্যাঃ ১১জন।
২০০৮- ১০০%
২০০৯- ১০০%
২০১০- ১০০%
২০১১- ১০০%
২০১২- ১০০%
২০০৮- ০৩
২০০৯- ০৩
২০১০- ০৮
২০১১- ০৬
২০১২- ০৬
ইতিমধ্যে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসিতেছে। ২০০১ সালে জাতীয় পর্যায়ে শিশু প্রতিযোগিতায় অংশ গ্রহন করে কৃতিত্ব অর্জন করে। পাশের হার প্রতি বছর ১০০% । ২০১২ সালে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন। এ বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্র বর্তমানে সহকারী চাকুরীতে আছে । বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ট বিদ্যালয় হিসাবে ও একবার নির্বাচিত হয়।
একট তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বিদ্যালয় এবং দেশের মধ্যে সেরা একটি বিদ্যালয় হিসাবে প্রতিষ্টা করা।
ক্রমিক নং | মেধাবী ছাত্র/ছাত্রীর নাম | সাল | মোট |
০১ | মোঃ সালমান ফার্সী | ২০০৮ ইং |
|
০২ | পৌলি বেগম | ২০০৮ ইং |
|
০৩ | মোঃ রাসেল আহমদ | ২০০৮ ইং | ০৩ জন |
০৪ | সাজেদা আক্তার | ২০০৯ ইং |
|
০৫ | মোঃ মোতাহার হোসাঈন | ২০০৯ ইং |
|
০৬ | মোঃ নোমান আহমদ | ২০০৯ ইং | ০৩ জন। |
০৭ | ছালেখ চৌধুরী মান্না | ২০১০ ইং |
|
০৮ | মোঃ শিমুল হক | ২০১০ ইং |
|
০৯ | সেবিনা বেগম | ২০১০ ইং |
|
১০ | আলী আছকর শিমুল | ২০১০ ইং |
|
১১ | রুমন আহমদ | ২০১০ ইং |
|
১২ | আব্দুল লতিফ | ২০১০ ইং |
|
১৩ | নাঈম আহমেদ | ২০১০ ইং |
|
১৪ | সুমিনা বেগম | ২০১০ ইং | ০৮ জন |
১৫ | খালেদা মরিয়ম | ২০১১ ইং |
|
১৬ | ফারজানা পারভীন চুমকি | ২০১১ ইং |
|
১৭ | ফারজানা কলি | ২০১১ ইং |
|
১৮ | রুমানা বেগম | ২০১১ ইং |
|
১৯ | জাকারিয়া হোসেন | ২০১১ ইং |
|
২০ | রেহেনা বেগম | ২০১১ ইং | ০৬ জন |
২১ | ফাহমিদা খানম শিরিন | ২০১২ ইং |
|
২২ | জাকিয়া সুলতানা ইভা | ২০১২ ইং |
|
২৩ | সাদিয়া আক্তার সীমা | ২০১২ ইং |
|
২৪ | জেরিন সুলতানা জেনি | ২০১২ ইং |
|
২৫ | কাবের আল হাসান | ২০১২ ইং |
|
২৬ | রুমন আহমদ | ২০১২ ইং | ০৬ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস